কষ্টদ্বীপ
-আশরাফুল ইসলাম
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
দ্বন্দ্বের দেয়াল ঠ্যাকে গ্যাছে
বুকে-পিঠে
অবিশ্বাসের পাহাড়
সময়ের জগদ্দল পাথর
দৈব দুর্বিপাকে
আমি শরণদ্বীপে তুমি জেদ্দাতে
নিয়তি কোন বাধ্যতে!
নিয়মের ফাঁদে নিজেই বন্দি
হয়তো আর কখনো হবেনা সন্ধি!
ঘা শুকায়,জোড়া লাগে ভাঙ্গায়
ক্ষতের চিহ্ন মিশে যায়
সময়ের ব্যবধানে একদিন
মায়াবী শরীর
শত আঘাতের শত ব্যথাও ভুলে যায়।
ভাঙ্গা মন জোড়া লাগে না
হৃদয়ে ঘা শুকায় না কষ্টের দাগ মেশেনা
বামে ব্যথা সারে না।
দিন যায় কথা থাকে-
জীবন নদীর পাড় ভাঙ্গে
দূরত্ব বাড়ে
ক্রমঃশ প্রশস্ত হয় বহতা নদী
নদীগর্ভে বিলীন হয় বাস্তভিটা
মন-ফসলের মাঠ
স্বপ্নের উঠোন সবুজ বনভূমি
ভালোবাসার বসতবাড়ি।
জেগে ওঠা কষ্টদ্বীপে
নাদান বালক ক্রুসো ঘর বাঁধে
দোসরহীন নিঃসঙ্গতার সাথে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
আশরাফুল ইসলাম, জন্ম-২১-০৮-১৯৭১ইং, পিতা মৃত-িইদ্রিশ আলী গ্রাম-ধোরসা, মোহনপুর জেলা -রাজশাহী। প্রিয় বিষয় -আধ্যাতিক চর্চা, দর্শন। সাহিত্য অনুরাগী। যৌথ কাব্য গ্রন্থ ৩টি,মাসিক এবং অনলাইনে নিয়মিত লেখা চলমান।দৈনিক, সাপ্তাহিক, মাসিক সম্মাননা অসংখ্য। বর্তমানে এনজিও তে এরিয়া ম্যানেজার পদে কর্মরত।