অমোঘ আকর্ষণ
-অনিশা খেটো
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
বলতে পারো তুমি আমায় কি জাদু করেছ?
আমার আসল আমিটাকে ঠিক চিনে নিয়েছ ।
তোমাকে পেয়েই আমি হয়েছি চিন্ময়ী,
প্রান দিয়েছ তুমি, যা কেবলই ছিল মৃন্ময়ী ।
মনে পড়ে বারেবারে তোমায় অপলকে ,
কত কিছু ভেবে ফেলি এক ঝলকে ।
তুমি যে আমার গহীন বনে পাওয়া শ্বেত চন্দন,
যাকে পেয়ে মুছে গেছে মোর দীর্ঘ ক্রন্দন ।
ইচ্ছা করে দেখি আমি তোমায় সারাক্ষণ ,
ভিজতে চায় বৃষ্টিতে আমার অভিমানী মন ।
থাকবে জীবনভর তুমি মম হৃদয় জুড়ে,
তোমায় নিয়ে গান লিখি আমি সুরে সুরে ।
ছন্দ রচি দিনভর আমি তোমায় নিয়ে শুধু,
ভালোবাসার জাদু এ যে ভালোবাসার জাদু ।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি :
আমি অনিশা খেটো । জন্ম এবং বাস হুগলি জেলার একটি প্রত্যন্ত গ্রামে । বয়স 20 বছর । আমার প্রিয় ভাষা হল বাংলা আমার মাতৃভাষা । ছোটবেলা থেকেই আমি বাংলা কবিতা, গল্প পড়তে ভালোবাসি । তবে আমি কোনো কবি বা লেখিকা নই । পরাশোনার পাশাপাশি গল্প, কবিতা লেখার একটু চেষ্টা করি মাত্র । কবিতার পাতা ডট কম পেজে অনেক গুনী কবির সমাবেশ ঘটে, তাই এটি আমি নিয়মিত ফলো করি । আশা রাখি একদিন বিশ্বের কাব্য মহলে কবিতার পাতা ডট কমের হাত ধরে আমাদের মতো এই ছোট লেখক- লেখিকারা নিজেদের কে বিশ্বের দরবারে প্রকাশ করার সুযোগ পাবে ।