স্বপ্ন গুলো ছন্নছাড়া
-সৈয়দ সহিদুল ইসলাম লায়ন
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
ভাবনা গুলো পথহারা
স্বপ্ন গুলো ছন্নছাড়া
আমি এখন দিশেহারা
অচিন পথে হাঁটছি আমি এক যাযাবর,
কোথায় বা তুমি
কোথায় বা আমি
পাড় করছি দিবস যামী
দুর্গম আঁধার পথে আমি এক নিশাচর।
জানি দেখা হবে না
কোনো দিন কথা হবে না
তবুও তোমারই প্রতিক্ষা করি রোজ,
তোমার মনের বন্দরে
অলিগলি বা তেপান্তরে
প্রতিনিয়ত তোমাকেই করি খোঁজ।
অনিয়মে যাওয়া আসা
প্রতিকূল স্রোতে ভাসা
বোকামিঠাসা আমার মিছে আশা,
প্রেমের মাঠে আমি চাষা
তোমায় নিয়ে স্বপ্নে ভাসা
এটাই হয়তো বা ভালোবাসা!
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
সৈয়দ সহিদুল ইসলাম লায়ন, প্রধান শিক্ষক, লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল। অবসরে একজন ফার্মাসিস্ট, অনারারি মুয়াজ্জিন এবং শখের বসে কবিতা লিখি।
Excellent poem