কেমন করে বাঁচি
-মোঃ রজব আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কার হুকুমে আসছো ভবে
স্বাধীন মতো চলো?
কার হুকুমে হাসো কাঁদো
জবান খুলে বলো?
মাটি তুঁমি খাঁটি মানুষ
কেমন করে হলে?
বিশ্ব সেরা আদম জাতি
কেন তোঁমায় বলে?
তুঁমি সেরা স্নেহে ঘেরা
বলছে সকল জাতি,
অন্ধকারে বসত করো
বাহিরেতে বাতি।
আমার মাঝে তোঁমার বসত
দেখলাম নাতো কভু,
তুঁমি স্বামী অন্তর্যামী
তুঁমিই সবার প্রভু।
সঙ্গের সাথী দিবারাতি
তোমায় নিয়ে আছি,
তুমি চলে গেলে প্রভু
কেমন করে বাঁচি?
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতিঃ
মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত। সুনামগঞ্জ, বাংলাদেশ।