ষড়রিপু বধ
-মো.ফজলুল হক খান কামাল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
ভালো-মন্দ যাচাই করা
বড়ই কঠিন কাজ,
পাছে লোকে কিছু বলে
এতেই বাড়ে লাজ।
শখের পিছে ঘুরেফিরে
হারাতে হচ্ছে ধন,
সবার সুখে সুখী হতে
কাতর কেন মন?
হেলায় হেলায় বাড়ছে বেলা
বাড়ছে অনেক ঋণ,
পাপের সাগরে ডুবতে ডুবতে
হচ্ছি সবাই হীন।
শনির টানে ক্ষ্যাপা পাগলার
বাড়ছে শুধুই তেজ,
সময় থাকতে পাগল মনা
কাটতে হবে লেজ।
পশ্চিম দিকে ডুবে সূর্য
কেন দিচ্ছে শিস?
নোঙ্গর তুলে অধম তোরা
খুঁজে নিবি দিশ।।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
মো.ফজলুল হক খান কামাল, পিতাঃ মো. নূর নবী খান, মাতাঃ আয়েশা আক্তার, গ্রামঃ চক্ নগুয়া, পোঃ ফুলপুর, উপজেলাঃ ফুলপুরজেলাঃ ময়মনসিংহ পেশা ঃ সরকারি চাকুরি