বসুন্ধরা
-বিজয়া মিশ্র
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
পৃথিবীটা পুড়ছে দহন ক্রোধে
সকল প্রাণে তৃষ্ণার্তের জ্বালা,
হারিয়ে যাচ্ছে বাস্তুতন্ত্র হিসেব
বদলে যাচ্ছে ঋতুচক্রের খেলা।
অরন্যদের বন্ধু বলে ভাবা,
যেই ঘুচল নীড়ের অবস্থান
কাগজে রইল বসুন্ধরা দিবস,
ভুগছি সবাই ,উৎকন্ঠিত প্রাণ।
আধুনিকতার নাম নিয়ে অরাজক
আপন ক্ষমতা জাহির সারাক্ষণ,
নিজের স্বার্থে সবটুকু উপভোগ্য
ধংসের সীমা করেও নিরীক্ষণ।
মুখের আদল ঢেকেছি অন্তরালে
আড়ালে রেখেছি প্রিয়জনদের ব্যথা,
হারানোর মত এতবড়ো হাহাকার
সুন্দরভাবে ভুলেছি সেসব কথা।
এখনো সময় আছে অপেক্ষমাণ
ধরার হৃদয়ে এতটুকু স্পন্দন
শুনতেই হবে প্রাণের পরোয়ানা।
বুদ্ধির দ্বারে শেষবার চিন্তন।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি:
আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক( মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে),জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি। নমস্কার, ধন্যবাদ।