অচেনা প্রাণী
-কৃষ্ণা চক্রবর্তী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
এক অতি সাধারণ সারমেয়
আশ্রমের এক বিশিষ্ট ভক্ত
নিজেকে নিঙড়ে নিয়ে
হয়েছে ভীষণ শক্ত।
গুরু দায়িত্ব কাঁধে তার
অতিথি দের সাথে ঘোরা
চোখের দৃষ্টি বুঝিয়ে দেয়
কোথায় কে বা কারা।
তুমি বাপু পড়াশোনা জানো
বোর্ড দেখে বুঝে নাও
আমি তো লেখাপড়া শিখিনি
তোমরা আমাকে জন্তু কও।
মায়াময় জীব তুমি
মুহূর্তে করো মানুষের মন জয়
নীরব চোখের ভাষা
কষ্ট করে বুঝে নিতে হয়।
সেদিন ফেরার সময়
তোমার চোখে ছিল জল
আজ আছি কাল নাই
তাই প্রান করেছে টলমল।
গাড়ীর পিছনে ছুটে ছিলে তুমি
কি অজানা এক আনন্দে
তোমায় দেখে মানুষ আমি
মন ভরে গেছে বিষাদে।
বেঈমান আমি আপন স্বার্থে মগ্ন
দেখা হবে না ভবিষ্যতে কারন
অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে
আমি অতি নগণ্য।
ভুলে যাবে তুমি ছোট্ট ঘটনা
ধারাবাহিক তার ফাঁকে ফাঁকে
তোমার মহিমা ভুলি কি করে
অন্তরে রেখেছি ছবি এঁকে এঁকে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি
কৃষ্ণা চক্রবর্তী, জন্ম স্থান -পূর্ব বর্ধমান, পিতা- ঈশ্বর হরি পদ দত্ত, মাতা- ঈশ্বর বেলা রানী দত্ত, জন্ম তারিখ ২.২.১৯৫৯ পেশা- সুপারভাইজার/আই সি ডি এস( অবসরপ্রাপ্ত)