একটা গাছ হবো

-সুচন্দ্রা বসাক মন্ডল

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

এবার একটা গাছ হবো…

এভাবেও তো বেঁচে থাকা যায়…!

চিতাভষ্ম বুকে নিয়ে অনন্তকাল বেঁচে থাকা যায়।

যাদেরকে দেখা হয়নি, রয়ে যাবে হয়তো অদেখা।

কখনো যদি মনে করে,মনে পড়ে, করে যাবে দেখা।

হয়তোবা কোনো মা ছিলো ছেলের প্রতিক্ষায়..

অথবা কোনো বাবার শেষ শূণ্য চোখ ছিলো অসহায়..

কখনো এমনিভাবে কোনো রাধিকা ছিলো অপেক্ষায়।

আত্মার হাহাকার করা নীরব আর্তনাদ টানে কখনো মায়ায়।

সেইখানে এসে গাছটিকে আঁকড়ে ধরতে পারে।

যেখানে কথকেরাও নিশ্চুপ ঘুমিয়ে থাকে পরপারে।

চরণ তলে পাতার মর্মরধ্বনিতে কান পেতো একবার।

শুনতে পাবে রেখে যাওয়া অতৃপ্ত হাহাকার।

তোমার ছোঁয়াতে হতে পারে তার আত্ম তৃপ্তি…

তারপর সব গ্লানি মুছে যাবে তোমার আপরাধী অনুভূতি।

বারবার তো ফিরে আসা যায় না এই ধরাতে।

মিছে আশা নিয়ে থাকা আসবো আবার,পর জনমে।

তাই থেকে যেতে চাই গাছ হয়ে..!

এমন মানুষ যারা থেকে যেতে চায় অমরত্ব নিয়ে।

ঐ আশা নিয়ে ‘জীবনানন্দ’ খুলে বসে…

পাঠ করে যারা “আবার আসিব ফিরে”…

সত্যিই আমি,একটা গাছ হতে চাই।

তোমরা শুনে নিও আত্মার আত্মীয় যারা মোরে করবে ছাই।

ঐ ছাই নিয়ে তার উপর করো একটি বৃক্ষরোপণ।

থেকে যাবো আমি পৃথিবীতে অমরত্ব নিয়ে এ জনম।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:-

আমি সুচন্দ্রা বসাক মন্ডল।আমি ভারতীয়।ভারতের পশ্চিমবঙ্গ রাজ‍্যের কোলকাতার সল্টলেকে থাকি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর পাশ করি।এছাড়া ও দুটি টেলারিং ডিগ্ৰী,সফট টয় ডিগ্ৰী, ফ‍্যাশন ডিজাইনিং ডিগ্ৰী প্রাপ্ত। শখ ফটোগ্ৰাফি।কিছু বড় ফটোগ্ৰাফি গ্ৰুপের দায়িত্বে আছি।এছাড়া বিভিন্ন শিল্প আমার পছন্দের।নানারকম ব‍্যাগ,মডেল ও পুতুল বানাই।গিটার শিখি ও বাজাই।বাচিক শিল্পী নয় তবুও অনেক পাঠ করেছি।কবি নয় তবে লিখেছি বেশ কিছু।ছাপা হয়েছে ও প্রকাশিত হয়েছে পুস্তকমেলায়।আমি সেভাবে কিছুই নয় তবে যাকিছু করি মনের আনন্দে করি ও ভালোবেসে করি। #কবিতার_পাতা একটি প্রিয় গ্ৰুপ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*