মোহনা
-শান্তি দাস
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
নদী চলছে বইয়ে বহুদূর বহুদূর,
জানি না তোমার সীমানা কতদূর।
নদীর বুকে কোন এক অজানা সুখে,
চারিদিকে গুঞ্জন কানাকানি শুনি দু়ঃখে।
নিশ্চিত নির্জনতা ছেড়ে চোরাবালি অচেনা পথে,
দুরন্ত রোদ্দুর দেয় মিষ্টি হাওয়ায় প্রতিদিন থাকে সাথে।
পাহাড়ের কোল ঘেঁষে অপরূপা মেলেছে ডানা সুখের,
চিরস্থায়ী গতি চুরমার স্বপ্নের অব্যর্থ মোহনায় চরের।
সূর্যের কিরণে করে জল টলমল,
মেঘের মুখে আলোয় করে ঝলমল।
নদী যেখানে মিশে গেছে মোহনায়,
দীর্ঘ পথ অতিক্রান্ত করে চড়াই উৎরাই।
বর্ষার জলে ছিনিয়ে দিলো উত্তাল দেহমন,
বাতাসে বাতাসে ভাসিয়ে দিলো যত দু়ঃখ গোপন।
দূর দিগন্তে আকাশ নীলে পাখিরা চলছে উড়ে,
এপার থেকে ওপার থেকে চলছে অনেক দূরে।
ঢেউয়ের তালে তালে চলে মিলিয়ে সুর,
জলের নীলে বালুর চড়ে মোহনা লাগে মধুর।
আড়ালে গাছের ফাঁকে চাঁদ উঁকি দেয় সৌন্দর্যের মোহনায়,
ফেলা আসা স্মৃতি গুলো মনের গহীনে বড় বেদনায়।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
শান্তি দাস, এম এ (শিক্ষা বিজ্ঞান), বিষয় শিক্ষিকা(গণকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়), খোয়াই, আগরতলা, ত্রিপুরা।