একটি দিন এসেছিল নেমে

-অভিজিৎ হালদার

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

একটি দিন এসেছিল নেমে

আমার বুকের উপরে –

ফুটে ছিল প্রেমের ফুল

মৃত্যুর পাহাড় ছুঁয়ে।

নিভে গিয়েছিল রাত্রি

নক্ষত্রের বুক থেকে গভীরে

আরো গভীরে চেতনার দ্বীপ

আকাশের নীল তারা হয়ে জ্বলে।

মাঝে মাঝে ভালোবাসা

প্রেমিকাদের খুঁজে মরে ,

তারপর গহীন অপেক্ষা

শহরের পথে পথে।

প্রেমের আলাপ মুখে মুখে

আলোকচিত্র জাহাজের গায়ে গায়ে ;

আসক্ত ভালোবাসা উদয় হয়

বিবেকের কারাগারে।

একটি দিন এসেছিল নেমে

আমার চোখের গভীরে –

জ্বলে ছিল চিতার আগুন

ভালোবাসার চন্দন কাঠে।।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

লেখক পরিচিতি –

লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে। ছোট থেকেই লেখালেখি করতে পছন্দ করেন। বর্তমান মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের অনার্সের ছাত্র।

প্রথম কবিতার বই – ” প্রথম আলো”

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*