খুব সাধারণ

-পপি প্রামানিক

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

আমি খুব সাধারণ!

একেবারেই সাধারণ,

বলা চলে আটপৌরে টাইপের মেয়ে।

চলাফেরায়, কথাবার্তায়, কাজকর্মে, সামাজিকতায়

কিংবা ধর্মীয় রীতিনীতিতে একদমই সাধারণ।

আত্মীয়পরিজনদের কাছে হোক

কিংবা বন্ধুবান্ধবের কাছে,

এমন কি নিজের পরিবারের কাছেও

আমি অতি সাধারণ বলেই গণ্য।

এই যে আমার আটপৌরে সাদামাটা ভাবটা,

আমি কিন্তু বেশ উপভোগ করি!

হয়তো আমার এই সাধারণ ভাবটা কেউ পছন্দ করে,

কেউ বাঁকা দৃষ্টিতে নাকসিটকোয়,

আবার কেউ বা ঘৃণাভরেই দেখে আমাকে।

আমি অবশ্য সেসব পরোয়া করি না,

আমি আমাকেই প্রাধান্য দিই,

কারণ আমার আমিকে কেউ কখনোই বুঝবে না,

দিন শেষে আমার আমিকে আমারই বহন করতে হবে।

তাই নিজের মতোই বাঁচতে হবে!

কে কি বলল, সমাজ কি বলবে এ ভাবনাটা মূখ্য নয়।

সমাজের কিন্তু আমাকে ভালো রাখার দায় নেই,

যেখানে দায় নেই নিজের কাছের লোকদেরই।

তাই আমি আমার মতোই থাকতে চাই!

একদম সাধারণ হয়ে,

খুউব সাধারণ!

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

পপি প্রামানিক, সহকারি শিক্ষক, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পিতাঃ আশুতোষ প্রামানিক (প্রয়াত), মাতাঃ কানন বালা প্রামানিক। শখের বশে লেখালেখি করা।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*