ফেলে আসা স্মৃতি
-ইন্দিরা দত্ত
≅≅≅≅≅≅≅≅≅≅
দিবস যামিনী হায় কেঁদে কেঁদে মরি,
কাটে না সময় মোর প্রিয় তোমা বিনা,
আঁধারে যামিনী লাগে আমি বন্ধুহীনা,
হৃদয়ের মাঝে শুধু তব প্রীতি স্মরি।
কেমনে ভুলিব আমি হৃদয়েতে ভাসে!
কত স্বপ্ন আঁকি আমি সারা দিবা রাতি,
ভুলিতে পারি না আমি স্মৃতি মাঝে মাতি,
কেমনে কাটাবো আমি, প্রশ্ন মনাকাশে।
অতীতের সব স্মৃতি পড়ে মোর মনে,
দিবস যামিনী তুমি দিয়েছিলে প্রীতি,
আজি হায় মনে পড়ে সেই সব স্মৃতি,
কত হাসি ভালোবাসা ছিল তব সনে।
কড়িকাঠ গুনে মরি কিবা আসে যায়!
সময়ের ব্যবধানে বিরহিণী আমি,
কি বা দোষ ছিল মোর বলো মোরে স্বামী?
শিহরণ জাগে বুকে বোঝা বড় দায়।
ফেলে আসা স্মৃতিগুলো আমারে কাঁদায়,
ছেড়ে গেলে নাথ তুমি আর নাহি পাবো,
শূন্য বুকে প্রাণ বুঝি নীরবে হারাবো।
বিনিদ্র যামিনী হায় বেদনা জাগায়।
জীবনে চলার পথে দেখি ফিরে ফিরে,
স্মৃতি তুমি বেদনার!হৃদি মাঝে থাকো,
ভুলিতে পারি না হায় পিছু ফিরে ডাকো,
তোমা বিনা ভাসি আমি নয়নের নীরে।
≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
নাম -ইন্দিরা দত্ত, গৃহবধূ ও গৃহ শিক্ষিকা, বাবার নাম- ঈশ্বর শ্রী শ্যামসুন্দর বিশ্বাস। মায়ের নাম- বীণাপানি বিশ্বাস, স্বামী- উৎপল দত্ত
কবিতা ও গল্প লেখা এবং পড়া, গান নাচ , বাগান করা আমার নেশা।