রশ্মি রবি
-কাজী সেলিনা মমতাজ শেলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
হে প্রকৃতি, তুমি কি জল ছবি নাকি ভোরের রশ্মি রবি?
হে প্রকৃতি তুমি কি প্রেম নাকি সন্ধ্যায় ডুবে যাওয়া রবি?
হে আকাশ, তুমি কি সাগরের গভীরতা করো সন্ধান?
হে আকাশ নাকি তুমি হৃদয়ের গভীরতা করো সন্ধান?
কর্ণফুলী নদীর ঊষার তীরে ঘুমাতে দিলো না ঘূর্ণিস্রোত,
কর্ণফুলী নদীর স্বপ্ন গুলো ভেঙ্গে চুরে দিলো ঘূর্ণিস্রোত।
কর্ণফুলী নদীর দীর্ঘশ্বাস বুঝিনি রাতের ওই ঘূর্ণিস্রোত,
কর্ণফুলী, নদীর কান্না শুনিনি দিবস বেলায় ঘূর্ণিস্রোত।
রস বঞ্চিত মৃত্তিকা,নেই শিশির, ফুল ফোটানো গেল না,
রস বঞ্চিত মৃত্তিকা বেদনার’কুঁড়ি কি’বলে কেন’শোনে না
রস বঞ্চিত মৃত্তিকা বুলবুলহীন বাগে’বাতাস আর বহে না
রস বঞ্চিত মৃত্তিকা, বলতে পারো আলো কেন আসে না।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
গৃহিণী, পাইকগাছা, খুলনা বাংলাদেশ
Very nice poetry