শহরের বাবু

-অনিশা খেটো

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

এক যে আছে আমার

শহরের বাবু ,

যার কথা শুনে আমি

হয়ে যাই কাবু ।

দেখিনি যাকে এখনো আমি

চোখের পরনে,

তবু রেখেছি মনের কোনে

অনেক যতনে ।

মন যার তুলোর মত

ভাবনা রঙীন ,

কৌশল বোঝা যার

বড়ই কঠিন ।

স্পর্শে যার কোমল হয়

সেও যে পাষাণ ,

আসলে সে কোনো এক

মুশকিল আসান ।

যার সাথে কথা বলে

জুড়ায় মন -প্রান,

শহরে চলা বোধ হয়

এ কোনো যান ।

যার ছোঁয়াতে ধ্বংস হয়

সকল জীর্ণ জরা ,

এসেছে সে আগন্তুক

হয়ে ক্লান্তিহরা ।

ছায়া দেয় প্রান দেয়

করে সর্ব অর্পন ,

কোনো কিছু আড়াল রয়না

সে এক দর্পণ ।

জীবন সার্থক হবে

তাকে যে পেলে,

সবকিছু বুঝেও সে

লুকোচুরি খেলে ।

ইট, সুরকির দেওয়ালে বাস

করা সে এক হিমালয়,

অধরা হয়ে থেকে কেবল

অনুভবে রয়ে যায় ।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি –

আমি অনিশা খেটো । বয়স ২০ বছর । বর্তমানে বি.এ আন্ডার গ্র্যাজুএট শিক্ষারতা । আমি কোনোরূপ কবি বা লেখিকা নই তবে একজন পাঠক বলা যেতেই পারে । আমি থাকি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় । একটু আধটু লিখতে ভালোবাসি । বর্তমানে আমার একটি কবিতা মাসিক ম্যাগাজিনেও ছেপেছে । কিছুদিন আগে থেকে আমি #প্রতিলিপি তেও লেখা শুরু করেছি । #কবিতার_পাতা আমার খুব প্রিয় একটি গ্রুপ কবিতা পড়ার জন্য ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*