এমন যদি হতো
-সুজিৎ চন্দ্র রায়
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
এমন যদি হতো,
আমি হতাম মুক্ত পাখির মত।
যেতায় খুশি,
যেতাম উড়ে উড়ে।
এমন যদি হতো,
আমি হতাম চাঁদের বুড়ির মতো।
আমায় নিয়ে গল্প হত কতো,
হেসে হেসে উড়ে যেতাম কতো।
এমন যদি হতো,
আমি হতাম মৌ মাছির মতো,
ফুলে ফুলে মধু খেয়ে,
গেয়ে যেতাম কতো।
এমন যদি হতো,
আমি হতাম রংধনুরেই মতো।
আমার রঙ্গে,
আকাশ রঙিন হতো।
এমন যদি হতো,
আমি হতাম শীতল হাওয়ার মতো।
আমার স্পর্শে,
প্রান জুড়াতো কতো।
এমন যদি হতো,
তুমি আমার কাব্য কথা হতে।
তোমায় নিয়ে লিখতে গিয়ে,
কাব্য হয়ে যেতে।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
নাম-সুজিৎ চন্দ্র রায়, গ্রাম- হাসিমপুর। পোঃ-চরনারচর, থানা- দিরাই, জেলা -সুুনামগঞ্জ। পেশা-সরকারী চাকুরী, কবি ভালবাসেন মা আর মাতৃভুমিকে, ভালবাসেন প্রতিবেশিকে। কবির লিখা বই-১।হৃদয়ের আয়না(যৌথ)২।কাব্যকানন(যৌথ)৩।পঞ্চ কবির মঞ্জুরীও একটি ম্যাগাজিন ৪।জাগ্রত জনরব।