জীবন খাতায়

-ইন্দিরা দত্ত

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

জীবন খাতায় পাতায় পাতায় হিসাব মেলে না কিছু,

বিনয় ধর্ম হবে কি কর্ম ভেবে মরি পিছু পিছু।

বিস্ময়ে মরি এবে কী যে করি ছাড়ি জীবনের আশা!

সকল পুণ্য হয়েছে শূন্য কেন পৃথিবীতে আসা?

প্রভুর মেলায় মেতেছে খেলায় কেটে গেছে গোটা বেলা,

বিষয় মায়াতে লোভের কায়াতে শেষ হয়ে গেল খেলা।

আজ দিবা শেষে ভিখারীর বেশে খুলে দেখি খেরো খাতা,

অনুতাপে হায় প্রাণ বুঝি যায় শূন্য প্রতিটি

পাতা।

সুখের আশায় পরকে কাঁদায় মোহতে অন্ধ আঁখি,

মরীচিকা পিছে ঘুরে মরি মিছে কাঁদে যে পরান পাখি!

বিনয়ের পথে সত্যের রথে সদা যেন মোরা থাকি,

অজানা পথিক ঠিক রাখি দিক প্রভু তোমার নাম ডাকি।

হৃদয়ে ভক্তি দাওগো শক্তি বাঁচাও আমারে প্রভু,

কারো বুকে যেন নাহি করি হেনো নাহি দিই দুখ কভু।

আঁকি ছলছল চোখে ঝরে জল তুমি ছাড়া গতি নাই,

দেখাও সুপথ ছাড়িয়ে কুপথ ক্ষমা তোমা কাছে চাই।

বিনয় ভুলিয়া মায়ায় মজিয়া সাধন ভজন ভুলি,

দয়া কর মোরে তোলো হাত ধরে নাও প্রভু কোলে তুলি।

ওগো দয়াময় করি যেন জয় তোমার পথেতে চলি,

দয়া কর তুমি তব পদ চুমি সত্য যেন গো বলি।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

আমি ইন্দিরা দত্ত, বাবার নাম – ঈশ্বর শ্যামসুন্দর বিশ্বাস, মায়ের নাম- বীণাপানি বিশ্বাস, স্বামীর নাম – উৎপল দত্ত, আমি পেশায় একজন গৃহ শিক্ষিকা। এছাড়া কবিতার গল্প লেখা ও পড়া আমার নেশা। বাগান করতে, নাচ গান আবৃত্তি করতে ভালবাসি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*