টাকার পাহাড়

-মানস দেব

≠≠≠≠≠≠≠≠≠≠

উড়ছে টাকা

দেখছে মানুষ ।

অবাক হয়ে

ভাবছে মনে

টাকার পাহাড়

খাটের নিচে !

দুঃখী মানুষ

দুই বেলাতে

পায় না খাবার

পেটপুরে খেতে ।

অসুখ হলে

টাকার অভাবে

হয় না চিকিৎসা ।

গরীব মরে

পথের ধারে ।

ধনী দেখে

মুখ ফিরিয়ে

যায় ফিরে

আপন ঘরে ।

আর কতদিন

চলবে এসব

এক পাঁচিলের

এপার ওপার

দুই ভিন্ন ছবি !

জাগুক মানুষ

জাগুক দেশ

দুর্নীতি হোক

অচিরেই শেষ ।

≠≠≠≠≠≠≠≠≠≠

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক পদে নিযুক্ত । কর্মসূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*