আগাছা

-বিজয়া মিশ্র

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

“আমি ধান বীজ বুইনছিলম বাবু, আগাছা বুনিলাই

কুথা থেইকে যে ইত শত আগাছা বাইরল ক্যামনে তা কই। “

কথা বলতে বলতে হারু তুলছিল ঘাসগুলো

মাঝে মাঝে গামছা খানায় ঝরা দেহ মুছছিল।

“ইত্ত বড় মরদ ছেইল্যা বইস্যা শুইয়া কাটায়

পড়হা লিখা শিখছে বাবু ই কামটো কী মানায়!

মোটে চাইর কুড়ি বয়স হইছো ইখনো মাটি কাইমড়ে

কেইটে যায় চাইর পহর নাইলে প্যাট ভরাই কী কইরে।

আমি ত্যজা বীজ বুইনছিলম বাবু, আগাছা বীজ লয়

তবু ইত্ত মুথা ঘাস, চিনচুড়ায় সক্কল সারটো খায়।

সক্কল বাপ স্বপন টো দ্যাখে, ছেইল্যা টো খুঁটি বইনবেক

সক্কল ছেইল্যা খুঁটি বনে লাই, সুযোগে কাইড়্যা ও লিবেক।

সক্কল আগাছা তুইল্যাই দিবক,মূলেই কইরবক লিপাত,

এ জমিটো হামার পরান আছে বাঁচাইবেক দুইট্যা হাত।

এ দ্যাশটো বি বাঁচাইতে হবেক মিল্যা আগাছা হইনছে

চিনা মাইনষে আপন লয় উহারা দ্যাশ বিকাইনছে। “

কথা বলতে বলতে হারু মোড়ল উদাস হ’য়ে যায়

আগাছা তোলা ধানের গাছ দুলছে মাতাল হাওয়ায়।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক( মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে),জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল থেকে সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি। নমস্কার, ধন্যবাদ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*