প্রতিবিম্ব

-হাবিবুর রহমান

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

প্রবাহিত হয় খোলা জানালা দিয়ে

শিরশিরে উদাসী বাতাস

নীলাকাশে জোছনা গলা রাতে,

কাচের মতো চুরচুরে ভাঙা মন শীতল হাতের স্পর্শ খোঁজে,

নীল মাঠে আগুন-পোড়া গন্ধ ছড়ানো,

নীল জোছনাদের ঢেউ-তরঙ্গ ওঠে পাহাড়ী বনে।

হৃদয়ে পোষা কালো ঘোড়া অতি দুরন্ত হয়ে ওঠে

ভেঙে দেয় অরণ্যের মৌচাক,

অন্ধকারে চুঁইয়ে চুঁইয়ে পড়ে মধু-স্রোত কতশত রাত,

নিভে যায় জোনাকি জোছনা রাতের গভীরে,

জ্বলতে থাকে একটি সাদা মোমবাতির আলো অতঃপর।

নষ্ট প্রবাহে প্রতিবিম্বিত হয় রঙহীন নিজস্বী

নাব্যতা খোয়ানো নদীর মতো ,

ভ্রমর কখনো ভালোবাসে নি বর্ণহীন গন্ধহীন ফুল।

লোহার খাঁচায় বন্দী নীলকন্ঠ পাখি,

বুকে জড়ানো ধবধবে কাফন ওড়ে

খালি দুপায়ে হেঁটে এগোতে থাকি অসীম অনন্তের দিকে,

ঝাপসা দুই চোখ থেকে টুপটাপ বৃষ্টি

কুয়াশার ভেতর হৃদয় জুড়ে ছেঁড়া সেতারের শব্দ শুনি,

ভাঙা চাঁদের জোছনায় ভাসি ছায়াগাছের আড়ালে দাঁড়িয়ে একাকী।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

কবি শিক্ষকতার পেশায় নিযুক্ত।সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময়ে স্কুল ম্যাগাজিনে কবিতা লেখায় হাতে খড়ি। বিভিন্ন পত্র পত্রিকা,ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন,লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ “শতাব্দীর ব্যাধি”, “সপ্তসুর”। প্রকাশিতব্য কাব্যগ্রন্থ “জলসিঁড়ি”, “ফেরারী মেঘ”।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*