ভালোবাসা ভালোবাসা

-সাবেরা সুলতানা

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

ভালোবাসা, ভালোবাসা ভালোবাসা

শুধু শুনি দেখি অভিনয় টা বরাবরই,

ছলনার হাতেখড়ি

চলছে তো বেশ রং তামাশা

খুন খারাপি, শরীরের চাহিদা মেটানোর পিপাসা

করুন মলিন নারী জাতি সহ্য করে আত্মসম্মানবোধ নিয়ে,

মনের মাঝে বয়ে যায় আত্ননাথ আর হাহাকার,

মুখ বুঝে সহ্য করে নারী,

লীলা খেলায় মেতেছে সব পুরুষ কান্ডারী

এরাও তো নারীর পেটে জন্ম নিয়ে এসেছে পৃথিবীর ইতিহাসে।

তবুও কোনো বুঝতে পারলি না নারী কত দামী

এ রকম করা উচিত নয় তো তার সম্মান কুরবানী

কুনজরে দৃষ্টি দিয়ে দেখে

উপকার করে এসে সুন্দরী হলে

আরে নারী মানে এই পৃথিবীতে আসা,

নারী মানে সত্যিকারে ভালোবাসা,

নারী আছে বলে পৃথিবীটা মুক্ত স্বাধীন চেতা।

নারী মানে সত্যিকারে বাঁচা।

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি- 

জন্ম তারিখঃ১২-১২-১৯৯৮, বর্তমান ঠিকানাঃমোরেলগজ্ঞ,বাগেরহাট। পেশাঃমাষ্টার্সে অধ্যায়নরত, সরকারি ব্রজলাল (বিএল)কলেজ খুলনা। বাবাঃসরকারী কর্মকর্তা ছিলেন এখন অবসান। মাতাঃগৃহীনি। চার ভাই বোন, ভাই বোনদের মাঝে সেজো।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*