গর্জে ওঠ মেয়ে
-শিবানী সাহা
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
ও মেয়ে তুই কাঁদছিস কেন পথে বসে
কি হয়েছে তোর বল,
কেউ কি তোকে গাল দিয়েছে
নাকি কেউ করেছে তোর সাথে ছল।
ভালোবেসে কেউ দিয়েছে ধোঁকা
নাকি জোর করে কেউ করেছে নির্যাতন,
নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে
দিনের পর দিন করেছে ধর্ষণ।
কেঁদে কোন লাভ হবে না
কেউ দেবে না তোর চোখের জলের দাম,
ঘুরেও তোকে দেখবে না কেউ
অযথা করবে আরও অপমান।
মুছে ফেল চোখের জল
শক্ত হয়ে উঠে দাঁড়া,
করতে হবে আজ অন্যায়ের প্রতিবাদ,
লড়তে হবে শক্ত হাতে
নারী বলে কি তুই অবলা, নেই কোনো শক্তি
শাস্তি দে ওদের নিধন কর
প্রতিবাদের আগুনে ঝলসে ওঠ
দেখিয়ে দে তোর অসীম ক্ষমতা।
বুঝিয়ে দে ওদের চাইলে নারী সব পারে
মোটেও নয় সে অসহায় অবলা।
নারীর গর্ভে জন্ম নিয়ে করছে পশুবৃত্তি
বুঝিয়ে দে নারীরা হলো ওদের শক্তি।
নিজের ঘরে মা বোন আছে
ওদের মতো তোকেও করতে হবে সম্মান।
নইলে ছেড়ে কথা বলবি না তুই
বুঝিয়ে দিবি তোরও আছে দাম।
চাইলেই তুই সব পারিস
ভাঙবি না কোন পরিস্থিতিতে,
গর্জে ওঠে প্রতিবাদ করে বুঝিয়ে দিবি
তুইও কম নোস ওদের থেকে।
তাইতো বলি গর্জে ওঠ মেয়ে
প্রতিবাদ কর, প্রতিকার কর শক্ত হাতে
যাতে ওদের ঘুম ছুটে যায় দিনেও রাতে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। আমি একজন সাধারন গৃহবধূ। বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। কবিতা লিখতে পড়তে খুব ভালোবাসি। দীর্ঘ কয়েক বছর ধরেই আমি কবিতা লিখি, সঙ্গে গল্প লিখি। আমার লেখা, পাঠকের হৃদয়ে পৌঁছাবে এটাই আমার মনের আশা। পাঠকের ভালো লাগলেই আমার লেখার সার্থকতা।