জীবনের জন্য যে সূত্র

-গণেশ পাল

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

আকাশের মুখোমুখি দিকবলয়ে

খোলামেলা অবসর যাপন ।

কতদিন কততৃষ্ণা অপেক্ষায়

কতটা পেরিয়ে আসে জীবনের সূত্রে —-

জীবন যদিবা নদী এখনো ?

আবার কখনো রাশি রাশি

জ্যোৎস্নার প্লাবণ যখন ভেজায় ,

এক নিমিষে আঁধার ঘনাতে পারে ।

কে কার সান্নিধ্যে ঘিরে রয়

সব ফুরন্ত সময় যদি

সব মিশ্রিতললিতকলায় ,

আমি কি পারব তবে সেসব

ধরে রাখতে ফেলে আসায় ?

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : ১৯৫০ সালের ০২ জুলাই বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাশ করি । কর্মজীবন : ১০৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদ থেকে অবসর গ্রহণ করি ।‌ লেখা লেখি : কলেজ জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি :– ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অনেক পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*