পাখির তরে সোনার খাঁচা

-পুষ্পিকা সমাদ্দার

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

উড়ে গেলো পাখি খাঁচা

ছেড়ে কেমনে তারে ধরি,

এখন আমি তারে ছেড়ে

কি যে আর করি।

রেখেছিলেম খুব আদর করে

তাকে সোনার খাঁচার পরে,

এখন আমি তার বিহনে

রই কেমন করে।

খাঁচার হতে রয় সে আনন্দে

মুক্ত আকাশের পড়ে,

সেথায় সে কত সুন্দর

মনের হরষে ওড়ে।

আমার কেবল দুঃখ এটাই

বেসেছিলেম তার খুব ভালো,

কতদিবস ছিল সে আমার

মন করে আলো।

খাঁচা ছেড়ে উড়ে গেলো

যেথায় তার বাসা,

বৃথাই আমি করেছিলেম

তার উপর অনেক আশা।

সোনার খাঁচা ছিল বুঝি

তার নিকট লোহার খাঁচা মত,

বুঝতে পারিনি তার বেদনা

আমি অধম যত।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিতি–:

আমি পুষ্পিকা সমাদ্দার কলকাতার নাকতলা অঞ্চলে বাসস্থান,সাহিত‍্য ভালোবেসে সেই কারণে মাঝে মধ‍্যে কলম হাতে তুলি নিজের ভাবনাগুলো ছন্দ দ্বারা লিপিবদ্ধ করতে চেষ্টা করি, সেবামূলক কাজ করতে ও ভালোবাসি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*