চাষীর হাসি

-গৌর গোপাল পাল

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

চাষীর মুখে সুখের হাসি

এখন অঘেন মাস!

ঘরে তাদের খাবার বাসি

অভাব হল হ্রাস!!

কনক ধানে ভরলো গোলা

আনাজ পাতি মাঠে!

উঠছে নতুন আলু ছোলা

নিত্যিনি যায় হাটে!!

বরষা গ্যাছে দারুণ দুখে

ভাত ছিল না ঘরে!

এখন তারা অনেক সুখে

সে সব মনে পড়ে!!

দুখের পরে সুখটা আসে

সুখের পরে দুখ!

চোখর জলে বুকটা ভাসে

ভাবলে অতীত সুখ!!

এটাই নিয়ম সবাই বলে

বিধির বিধান তাই!

এমনি করে জগত চলে

অন্যথা যার নাই!

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতিঃ-

লোককবি গৌর গোপাল পাল/১৩৬০ সালের ১৩ ফাল্গুন বৃহস্পতিবার (সরকারি নথিতে-২৭.০৩.১৯৫৫) পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর থানার গোবিন্দপুর গ্রামে পৈতৃক ভিটেয় জন্ম। পিতার নাম- দুকড়ি পাল,মাতার নাম- ফুলেশ্বরী পাল। বর্তমানে ওই থানারই বাকুল গ্রামের স্থায়ী বাসিন্দা। দেশ বিদেশসহ অফলাইন অনলাইন মিলিয়ে পাঁচ সাতশো পত্র পত্রিকায় লেখালিখি। “লাভপুর ও কীর্ণাহারের কথা”,”অট্টহাস লাভপুর”, “কিছু গান কিছু কথা” ১ম ও ২য় খণ্ড, ও “ছন্দে ভরা দাদুর ছড়া” শিরোনামে পাঁচখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*