কথা হয়না বহুকাল

-পার্থ গোস্বামী

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

হেমন্ত তুমি কি তবে ভুলেছো আমায়?

কথা হয়না বহুকাল….

জানো কৃষ্ণদাস বৈরাগী একবার বলেছিলো

প্রভাত ফেরীর সুরে হেমন্তের সকালে

শিশির ভেজা প্রকৃতির স্বর্ণালী সুর সময়

করে বাঁধবে….

হেমন্তের দুপুরে পরিযায়ী পাখিটা কাজের ফাঁকে

শরতের আকাশ মুছে ঝলমলে রোদ মেখে আগমনী শীত বুড়ির গল্প

শুনিয়ে চলতো….

দুপুর গড়িয়ে বিকেল নামার আগেই হেমন্ত মনে আছে সোনালী ধানের শীষের ঝলকানির সেই চওড়া হাসি

মুখে সৈফুদ্দিন চাষার নিমাই খুড়োর উঠোনে নবান্ন উৎসবে সম্প্রীতির ঐক্যতান….

মনে পড়ে ছেলেবেলায় খেলা শেষে পড়ন্ত সূর্যের সাথে মাখামাখি সেরে ফেরার পথে

খেজুর গাছের হাঁড়িতে খেজুর রসের মকমক গন্ধ আসেনা আর…..

উত্তুরে হাওয়া গায়ে মেখে পাখিদের বাড়ি ফেরার ছন্দে সারা শরীর জুড়ে

শিহরণ শীতকাতুরে আমিটা কোথায় যেন হারিয়ে গেছে!

ওই দূরে চুপটি করে বসে নাম না জানা একাকী হলুদ পাখিটা…

জানো কারও ফেরার তাড়া নেই!

হেমন্ত তুমি কি তবে ভুলেছো আমায়?

কথা হয়না বহুকাল….

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

কবি পরিচিতি-

নাম-পার্থ গোস্বামী, খালগ্ৰাম, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, লেখা নেশা, লেখায় আশা…. একাধিক অনলাইন ও অফলাইন পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত হয়। একাধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনী ও সম্পাদকের হাত ধরে।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*