শীতের স্নিগ্ধতা

-সাবেরা সুলতানা

≠≠≠≠≠≠≠≠≠≠≠≠

শীতকাল শিশিরে ভিজে যাওয়া

সিগ্ধ পরশে হারিয়ে যাওয়া,

মনেরই অজান্তে নিজেকে খুঁজে পাওয়া

সকাল, বিকাল মিষ্টি রোদের হাসি

অসময়ে ঘুম পড়ানি মাসি পিসি

নতুন নতুন বার্তা নতুন ফুলের হাতছানি।

নতুন করে হারিয়ে যাওয়া রঙে রঙ্গিন হওয়ার,

শীতের শীতলতা সুগভীর ভাবে উপলব্ধির করা,

নতুন করে হারিয়ে যাওয়া রঙে রঙ্গিন হওয়া

ফসলের ফরমান, সবজির সুন্দরের চাহনি নজরকাড়া সৌন্দর্য ফুটিয়ে তুলে।

সোনালী ধানের ঘ্রাণে মুগ্ধ করা,

পিঠা, পুলির আমেজের ফরমান,

সুমুগ্ধ সোনালী রোদের মিষ্টি হাসি।

বিকেল মানে চাদরের আড়াল করে নিজেকে লুকানো,

আহা কি মধুর উৎকন্ঠা।

≠≠≠≠≠≠≠≠≠≠≠≠

কবি পরিচিতি- 

জন্ম তারিখঃ১২-১২-১৯৯৮, বর্তমান ঠিকানাঃমোরেলগজ্ঞ,বাগেরহাট। পেশাঃমাষ্টার্সে অধ্যায়নরত, সরকারি ব্রজলাল (বিএল)কলেজ খুলনা। বাবাঃসরকারী কর্মকর্তা ছিলেন এখন অবসান। মাতাঃগৃহীনি। চার ভাই বোন, ভাই বোনদের মাঝে সেজো।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*