সুন্দর নকশা
-কাজী সেলিনা মমতাজ শেলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
পাহাড় যেন এক অভিনব, অভিনব কি সুন্দর নকশা,
নিজের মেধা দিয়ে,সুন্দর বাসা তৈরি করে মাকড়সা।
ঘুমন্ত নিখিল আঁখি মেলে দেখো প্রভাত কত যে রঙিন,
প্রকৃতি কত সুন্দর মহিমা, আরো সুন্দর হোক চিরদিন।
প্রকৃতির ইচ্ছে, তাই যুগল আঁখিতে পাহাড় আঁকে,
ও বিজন বাতাস তুমি একটু বসো পথেরও বাঁকে।
মুশকিল,প্রদোষ লগনে পাহাড়ের ছবি যে যায় না দেখা,
শোনো গো বিজন বাতাস প্রকৃতির কভু লাগে না একা।
সত্যের শেকলে যে বাঁধা তারে ভালোবাসে আসমান,
সততা এমন এক প্রার্থনা কখনো হয় না যে অবসান।
পূর্ণ পন্থায়,জাগরিত হোক মনের সাধ ভালোবাসা,
আপনার বক্ষে,সঞ্চিত হোক স্বর্গীয় সে’ই পিপাসা।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
গৃহিনী, পাইকগাছা খুলনা বাংলাদেশ