চুপকথা
-শান্তি গোপাল দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
রাতের বেলা চুপ কথারা মনে ভিড় করে আসে,
যতই বোঝায় শোনেনা কথা- শুধু মনের শান্তি নাশে।
নীরব প্রেমের বিরহ জ্বালা মনের মাঝে
হঠাৎ কখন জেগে ওঠে- সকাল সাঁঝে,
যতই তারে করি যতন ভূলতে তারে,
আরো বেশী যন্ত্রণা দেয় মনের মাঝারে।
চুপকথারা কাঁদায় শুধু- ক্ষত করে মন,
রক্তাক্ত মনের মাঝে করে বিষাক্ত দংশন,
ঘুম শুধু কেড়ে নেয়- বিনিদ্র যাপন।
কত শত চেষ্টা করি- কত করি যে সাধন,
ভবি ভুলবার নয়- ঘুরে ফিরে ঘটে তার আগমন।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
দুবরাজপুর : বীরভুম, পিন- 731123, পেশা- অবসর প্রাপ্ত