গর্ভধারিণী মা
-সৈয়দ মোহাম্মদ ইসমাঈল
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
মা’গো দশটা মাস ধরে তোমার পেটের ভিতরে,
তিলে তিলে গড়ে উঠেছে যে আমার শরীর।
তাতেই যতটা কষ্ট বেদনা সহ্য করেছো যে তুমি,
তুমিই তো আমার কাছে পৃথিবীর মহাবীর।
আবারও দশ মাস পরে আমাকে ভূমিষ্ট করেছো,
তারপর দেখেছি আমি পৃথিবীর আলো ও রূপ।
তখনও তুমি তো মৃত্যুর পথের পথিক হয়েছিলে,
তবু বহু জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করে ছিলে চুপ।
পরে কোলে নিয়ে সদা সর্বদা ঘুরেছিলে তুমি মা,
বিশ্রামহীন প্রচেষ্টায় গড়তে মোর জীবন খানি।
তখন কথা ছিলোনা মুখে,ছিলো ভাষা অজানা।
পরে শিখেছি,শুনে তোমার মুখের অমৃত বাণী।
তোমার ছায়াতলে থেকে আমি পেয়েছি বহুকিছু,
শিখেছি হাঁটতে ছুটতে সবার জীবনের যেটা শুরু।
তাইতো মা’গো পৃথিবীতে বহু শিক্ষক আছে দেখি,
কিন্তু তুমিই পৃথিবীতে সবচেয়ে মোর বড়ো গুরু।
মোর শিক্ষা শুরু হয়েছে মা তোমারই কোলে থেকে,
যে শিক্ষার জন্য পাওয়া যায় না পৃথিবীতে টিউশন।
শিশুকাল থেকে সভ্যতার শিক্ষার শিক্ষক হিসাবে,
মায়ের থেকে হয়না কেউ শ্রেষ্ঠ শিক্ষক ও আপনজন।
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
সৈয়দ মোহাম্মদ ইসমাঈল, পোস্ট – সিউড়ি, জেলা – বীরভূম, সোনাতোর পাড়া। পিন – ৭৩১১০১ পশ্চিমবঙ্গ ভারতে