অপেক্ষাতে
-স্নেহাশিস পালিত
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
এখন শুধু আঁশটে গন্ধ পাওয়া দস্তুর…
পুঁতিগন্ধময় সভ্যতার খাঁজে কৃষ্টির বিকৃত লাশ –
ছড়িয়ে ছিটিয়ে আছে সৎকারের আশায়!
কংক্রিটে বেড়ে ওঠে ভাবি কালের স্পন্দন…
বিবেক, মনুষ্যত্বহীন সমকালের নিঃশ্বাস –
ছড়ায় উত্তপ্ত হাওয়া আগামীর আয়োজনে!
বৈদ্যুতিক যন্ত্র ব্যস্ত কেচ্ছা-কাহিনী বিলোতে,
ভবিষ্যতের চোখ মুঠোফোন, পাবজি, ফ্রী-ফায়ারে…
ব্যস্ততা বেড়েই চলে প্রযুক্তির সখ্যতায়।
বাড়ে কর্মহীন হাত, প্রতিবাদী স্লোগান ফুটপাতে…
ধূলো জমা দর্পণ দেয় সংকটের প্রতিবিম্ব,
শিক্ষায় ঘুণ, বেহাল স্বাস্থ্য ছড়ায় দুর্গন্ধ!
লোকশিক্ষা নীরব, চোখে পরে তুলসীর পাতা…
ন্যুব্জ সমাজের ফুসফুসে ভরা স্বার্থের দূষণ,
আক্রোশ, রাহাজানি,পাচার, ধর্ষণে ক্লান্ত!
তবু বাঁচি আশার প্রদীপ জ্বেলে অপেক্ষায়,
ভোর হবে, কাটবে অন্ধকার অবশেষে…
স্বপ্নিল সকাল পাবে আগামীর যীশুরা!
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতিঃ-
স্নেহাশিস পালিত : জন্ম ১৩ই অক্টোবর ১৯৬৮ সালে পশ্চিমবঙ্গ, ভারতের হাঁসচড়া (অবিভক্ত মেদিনীপুর জেলা) নামক একটি গ্রামে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ব বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর কর্মসূত্রে কলকাতায় থাকেন ও একটি বেসরকারী সংস্থাতে জোনাল ম্যানেজার পদে দায়ীত্ব পালন করছেন।
নিত্যদিনের কাজের ফাঁকে ঘটনা প্রবাহে সমাজের ভালোমন্দ দিকগুলি ভাব-ভাষায় ধরে রাখায় মানসিক শান্তি অনুভব করেন। ছন্দ, গদ্য, অণু কাব্য, লিমেরিক তথা অপ্রচলিত কবিতা মূলত জীবনমুখী কবিতা লেখাতে বেশী আগ্রহী। আশা, হতাশা, প্রেম, প্রকৃতি, দ্রোহ, সামাজিক ন্যায় অন্যায়ের উপর লেখা কমবেশি দুই হাজার (২০০০) কবিতা অনুগত তথা শুভানুধ্যায়ী মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে।
যৌথ কাব্য সঙ্কলনের মধ্যে ‘দীপ জ্বেলে যাই’, ‘নব নালন্দার দশ দিগন্ত’, ‘কাব্য নবাব্দ’, ‘কাব্য কূহু’, ‘শত পারিজাত’, ‘কাব্য মিতালি কাব্যঞ্জলি’, ‘লতিফা কলস ২০১৮’ বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া একক কাব্যগ্রন্থ “মিশন পঞ্চবান” উল্লেখযোগ্য। সাহিত্য ভাণ্ডার নিরলস প্রচেষ্টায় সমৃদ্ধ করার স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক ‘কাব্য ভারতী’, ও ‘কাব্যশ্রী’ সম্মান লাভ করেন।