মনের নাচন
-অমরনাথ ঘোষাল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
সোনালী ধানে ক্ষেতের ফসল,
মাঠে ছড়ানো স্বর্ণধান,
মনের আকাশে ওই আবেশে,
অবশ্য মিলে শান্তি বিধান।
শীতের হাওয়ায় মনের নাচন,
ছন্দে ছন্দে এলো বিবরণ,
স্বাদে ও গন্ধে মন বিচরণ,
পরিবর্তন এনেছে স্মরণ।
নলেন গুড়ের পাই সন্দেশ,
ফিরায় জিভের স্বাদ,
স্বাদে ও গন্ধে রাজভোগ আনে,
জিভের ফেরায় অবসাদ।
ফুলকপি সাথে বেগুন পোড়া,
অতি সুস্বাদু শীতকালে,
বৃক্ষেরও সব অবসাদ মেটে,
আম্রমুকুলে বৃক্ষ ভালে।
মন দর্পনে মনের ছবি,
সমৃদ্ধ অতি প্রাঞ্জলী,
আমলকী ডাকে ফলভার শাখে,
নিজ শাখায় ভরে অঞ্জলি।
মনে ক্ষুধাতুর, ভাবে সে আতুর,
বরফের খোঁজে যেথায় আসে,
মনের আবেগে আসে সম্ভোগে,
পৌঁছায় তারা নগরাজ পাশে।
খেজুর গুড়ের আছে পাটালি
সাথে আছে পিঠে পুলি,
শীতের আমেজে বড় মাখামাখি,
পায়েসে মিশে কোলাকুলি!
শীতের দিনে আসে বই মেলা,
গ্রাম বাংলায় টুসুগান,
দেশভ্রমণে বড়ই আদর,
সঙ্গী সাথী করি আহ্বান!
শীতের মাঝে এলো বড়দিন,
আগ্রহী সব কেক কাটে,
আহ্বান করে যে নববর্ষে,
প্রতি বর্ষ হাটে মাঠে বাটে!!
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
পরিচিতি –
প্রাক্তন প্রধান শিক্ষক মেদগাছি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাক্তন প্রধান শিক্ষক বৃদ্ধপাড়া জনকল্যাণ বিদ্যাপীঠ, পোঃ – কালনা, (পূর্ব বর্ধমান)!