অন্তরালে
-আফ্রূজা খাতুন
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
রাতের গভীরে কতোনা কান্না
ঝরে পড়ে অবিরত,
দিনের আড়ালে ব্যথাতুর মন
লুকায় যে তার ক্ষত।
দিনমান শেষে ছুঁয়ে যায় এসে
কতোনা হিসেব নিকেশ,
পাওয়া না পাওয়ার হাসি কান্নার
ঝরে পড়ে যতো ক্লেশ।
দুঃখ ব্যথার এই যে বেদন
রাতের আড়াল খোঁজে,
একার সাথে একলা যাপন
হৃদয় সবি বোঝে ।
গভীর নিশি তাই বুঝি হায়
কান্না শিশির ভেজা,
কেউ দেখেনা কেউ বোঝেনা
দুঃখ পেঁজা পেঁজা ।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষিকা, পেশা শিক্ষকতা নেশা লেখালিখি, ডায়মন্ড হারবার -দঃ24 পরগনা-পঃবঃ -ভারত