পাশাপাশি
-পলাশ বরণ দাশ
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
মসজিদ মন্দির গীর্জা কেয়াং
সবখানে আছে মমতা
বিভেদ ভুলে মোদের হৃদয়ে
জেগে উঠুক সততা।
মসজিদ থেকে প্রভুর বার্তা
সুমধুর আযানের ধ্বনি
মন্দিরে মন্দিরে শঙ্খ বাজে
আসছে প্রেমের বাণী।
গীর্জার ঘন্টার ধ্বনি মনে জাগে
মানব প্রেমের কর্ম
কেয়াং এর পবিত্র বন্দনা
অহিংসা পরম ধর্ম।
মসজিদ মন্দির গীর্জা কেয়াং
আমরা আছি পাশাপাশি
হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
একে অপরে ভালোবাসি।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
পলাশ বরণ দাশ (শিক্ষক ও কবি), মহাজন পাড়া, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। ১৯৯৫ সালে স্বরচিত কবিতা গ্রন্থ – বিরহ ঢেউ প্রকাশিত হওয়ার মাধ্যমে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ। রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে ৫০০০ হাজারের মতো লেখা প্রকাশিত হয়েছে। দৈনিক পূর্বকোণ থেকে প্রতিটি লেখার জন্য সম্মানী প্রদান করতো। লেখা লেখির গতিধারায় ছিলো – ছড়া, অণু কবিতা, কবিতা, অণু গল্প, ছোট গল্প, চিঠি, রম্য রসাত্মক গল্প ও পরমাণু কবিতা। বর্তমান ইন্টারনেট জগতে লেখা লেখিতে বেশি সক্রিয়। আন্তর্জাতিক পর্যায়ে অনেক কবিতা বিদেশে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত করা আমার মূল উদ্দেশ্য। স্বরচিত কবিতাগুলো এখন ইংরেজি ভাষায় ভাবানুবাদ করছি।