বিরহ অনলে
-অনিশা খেটো
≈≈≈≈≈≈≈≈≈≈
কেউ আমারে কাঁদায় বড়
এমন গভীর প্রেমে,
কাছে এসে ধরা দেয়না মোরে
তমাল থেকে নেমে ।
অনুভূতিগুলো লুকিয়ে
সে নিজেরে বাঁচায় ,
আবির রেঙে লাভ কি আর
বলো তুমি আমায়?
দেখে সে আনন্দ পায়
আমার দুঃখের মেলা,
সইতে পারি না আমি
তার এই করুণ খেলা ।
অগ্নিবানের মতো জ্বালায়
মোরে বিরহের তাড়না,
হয়ত বা ছিল সবই
আমার ভুল ধারণা ।
বিশ্বাস করে আমি
সব দিলাম যারে,
দুঃখের কথা বলব কত
আমি বারেবারে?
≈≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি :
নিজের সম্পর্কে আমি আর কি বলব? আমি অনিশা খেটো, বর্তমান বয়স ২০ বছর । পশ্চিমবঙ্গের হুগলিতে আমার জন্ম ও বাস । নিজেকে লেখক বা কবি আখ্যা দেওয়ার মত ধৃষ্টতা আমার নেই, তবে পাঠক মহলের ভালোবাসা আর একটু আধটু প্রশংসা পেতে কার না ভালো লাগে না? আমি পরাশোনার পাশাপাশি একটু আধটু লেখার চেষ্টা করি মাত্র । প্রতিলিপিতে আমি একজন গোল্ডেন ব্যাজ প্রাপ্ত লেখিকা । প্রতিলিপি তে আমাকে ফলো করে আমার গল্প, কবিতা পড়তে পারেন । আমার সকল কলমসাথী ও পাঠক বন্ধুদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা ।