দারুণ খেলা
-আশীষ খীসা
⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗
হচ্ছে খুব গরম মাঠ
চলছে দারুণ খেলা,
মরক্কো ও স্পেনের খেলা
কাটছে মজার রাত্রি বেলা।
দর্শক সবাই উত্তেজিত
খেলা দেখার তরে,
এমন খেলা দেখলে সবার
মনটা যায় যে ভরে।
দেখো দেখো সবাই দেখো
এমন খেলা দেখো,
বাংলাদেশের খেলোয়ার যারা
তাদের থেকে শেখো।
করবো না আমরা মারামারি
থাকবে শুধু উত্তেজনা,
খেলা দেখবো আনন্দেতে
হবো মোরা মৈত্রীমনা।
বিশ্বকাপ খেলা আসবে আবার
চারটি বছর পরে,
তাই দেখে নিই বিশ্বকাপ খেলা
হয়তো তখন যাবো মরে।
খেলায় থাকবে জয় পরাজয়
কেউ জিতবে কেউ হারবে,
জয় পরাজয় চিন্তা না করে
বিশ্বকাপ খেলা দেখবে।
কে কোন দলের পক্ষে
আমি সেটা বুঝিনা,
আমি হলাম স্পেনের পক্ষ
আগে খেলা দেখিনা।
এমন উত্তেজনা খেলা দেখিনি
আমি কখনও আগে,
তাইতো বিশ্বকাপ খেলা দেখতে
মন চাই রাত জেগে।
⊗⊗⊗⊗⊗⊗⊗⊗⊗
কবি পরিচিতি :
কবি আশীষ খীসা , পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা, গ্রাম – দীঘলীবাঁক, রাঙ্গামাটি। তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান। তার যৌথ কাব্যগ্রন্থ ১২টি। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।