সুবিধাবাদীরা ব্যস্ত আরো কিছু পেতে
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞∞∞∞
প্রতি পদক্ষেপে মোরা লভি যে সমস্যা,
সমস্যা কাটিয়ে উঠতে চেষ্টা করি সদা।
কিন্তু সমস্যা যায় না জীবনযাত্রা থেকে,
প্রতিদিন নিয়মিত পরি সমস্যাতে।
সমস্যায় পরে আমি হাঁপিয়ে উঠেছি,
এসব সমস্যা থেকে চাই আমি মুক্তি।
প্রত্যহ কামনা করি মসৃণ জীবন,
যেখানে থাকবে না মোটে কোন উৎপীড়ণ।
কিন্তু কোথা হতে আসে সে সব সমস্যা,
ভেবে ভেবে আমি ক্লান্ত খুঁজি শান্ত বাঁসা।
বড় জটিল উদ্ধার পাওয়া সেথা থেকে,
কারণ সমস্যা ডেকে আনে সমস্যাকে।
এখন সমস্যা থেকে বাঁচতে আমি চাই,
তাই মানুষের সঙ্গ খুঁজে মরি ভাই।
কিন্তু মানুষ কোথায়? কে সাহায্য করবে?
সুবিধাবাদীরা ব্যস্ত আরো কিছু পেতে।
শুধু সমস্যাগ্রস্তরা দেখে পরস্পরকে,
তাদের মধ্যেই সত্যি মানবতা থাকে।
বিশ্বে যা কিছু সৃজিত মানব কল্যাণে,
হয়েছে তা মানুষের প্রেমের বন্ধনে।
তাই আর দেরি নয়, হাতে হাত রাখো,
মানুষে মানুষে দৃঢ় সেতু তৈরি করো।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।