বাস্তব বড়ো কঠিন
-মানস দেব
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
মানুষের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে ।
ভাগ্যদেবতা দূর থেকে দেখে মুচকি হাসে ।
” ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন ” – একসময় প্রবাদ ছিল ।
খবরের কাগজে , ফেসবুকে মাঝে মাঝে দেখি
দিনমজুর বা রিক্সা ওয়ালা এক টিকিটে কোটিপতি ¡
বিশ্বাস – অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন নেই ।
চাহিদা বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া ।
তার উপর আবার রাস্তায় সরকার !
কখনো পাড়ায় , আবার দুয়ারেও সরকার !
তবু কেন খাদ্যের অভাব ?
কুকুরে – মানুষের খাদ্যের জন্য লড়াই – অবাক কান্ড !
আজকাল নাকি দুয়ারেও চাকরি !
ওদিকে চাকরির জন্য প্রায় ছয় শত দিন ধর্না মঞ্চে
শত শত চাকরিপ্রার্থী !
খবর নেবার কেউ নেই !
কেউ কেউ আবার ‘ দুর্গাভুলকি ‘ দিয়ে কেটে পরে।
পুলিশি নির্যাতন !
বাস্তব বোঝা বড়ো কঠিন !
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিত –
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক । কর্ম সূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী । দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত । প্রকাশিত বই ” অনুভব “।