কি দেখো চেয়ে

-আজম আহম্মেদ

∞∞∞∞∞∞∞∞∞∞

যুবক কি দেখো চেয়ে অপলক নয়নে

চাঁদের আলো হাসে যে আমার ভুবনে।

যেন রংধনুর রং বদলায়

দেখে দেহটা যে অবশ হয়ে যায়।

তুমি কে গো অচেনা নারী

পরীর দেশ দিয়ে এসেছ কি পারি।

বুঝি সব রূপ দিয়েছে ওরা ঢালী

তুমি বিহনে যেন পৃথিবী খালি

এ যেন আকাশের চাঁদ এক ফালি।

দেহের রং মেহেদি রাঙা

ভুরু দুইটা ধনুক বাঁকা।

চুলগুলো মেঘ কালো

মুখের হাসি চাঁদের আলো।

আলতা দেওয়া পা দুখানা

দেখতে যেন হরিণ ছানা।

চিকন চিরল দাঁতের মুখের হাসি

না দেখলে গলায় ফাঁসি।

এমন ভাবে হেসো না গো

মুখটা তুমি আঁচলে ঢাকো।

নাইলে চাঁদ যাবে ডুবে

লজ্জায় শেষে রংধনু যাবে কিন্তু কুপে।

কোথায় কোথায় গেল লজ্জাবতী সেই মুখ

আড়াল হওয়াতে যে ভেঙে যাচ্ছে বুক।

চোখ করে টলমল হিনো হচ্ছি বল

দৃষ্টি হলো ঘোর করে ছলছল।

কি নিয়ে গেল ওগো আমার কেরে

সব আধারের পাহাড় ধরছে যে ঘিরে।

হাহাহা এমন ভাবে দেখলে যুবক দেখলে মন ভোরে

এই ফাঁকে সেই তরুণী সব নিলো উজার করে।

যুবক দুঃখ করোনা ভেঙে পরোনা

তোমার থেকেই সব উৎপত্তি

সঞ্চয় করে রেখে দাও যত আছে শক্তি

তোমার প্রেমময় ঐ আলশক্তি রেখে দাও ঘরে

একদিন তোমায় উজাড় করে দিবে অন্য পরে।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

নামঃআজম আহম্মেদ/বি এস এস/হোমিও ডি এইচ এম এস। ঠিকানাঃশিলাইদহ/কুমার খালি /কুষ্টিয়া

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*