পিঞ্জিরার পাখি

-মালা রানী পাল

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

মনের ভেতর বসত করে

ছোট্ট এক পাখি

একদিন সে উড়ে যাবে

দিয়ে মোরে ফাঁকি ।

আদর করে পুষলাম তারে

কত যতন করে ,

হঠাৎ করেই আমায় ছেড়ে

চলে যাবে দূরে ।

বুঝতে আমি পারবো না

কখন যাবে উড়ে ,

আমায় ছেড়ে চলে যাবে

তার আপন নীড়ে ।

শূন্য এই পিঞ্জিরা খানা

চারজনাতে নিবে ,

পাখিটা দূরে দাড়িয়ে শুধু

আমায় চেয়ে দেখবে ।

পাখি আর ফিরবে না যে

মনের পিঞ্জিরায় ,

পিঞ্জিরা খানা ছাই হবে

পুড়ে ঐ চিতায় ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

মালা রানী পাল, পরিবার কল্যান পরিদর্শিকা, পরিবার,পরিকল্পনা বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ী , শেরপুর বিভাগ ঃ ময়মনসিংহ , বাংলাদেশ

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*