ভাগ্যের পরিহাস
-শিবানী সাহা
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
আঁধারের ফাঁকে লুকিয়ে থাকে
কত অসহায় মানুষের আর্তনাদ,
নিজেরই অজান্তে কখনো কখনো
ফাঁদে পড়ে জীবনটা হয়ে যায় বরবাদ।
ভালোভাবে বাঁচতে চেয়ে অনেকেই
হারিয়ে যায় আঁধারের বুকে,
প্রতারণার ফাঁদে পড়ে পতিতালয়ে
জীবনটা কেটে যায় নিদারুণ দুখে।
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মুখগুলো
করছে কত অনিয়ম অন্যায় কাজ,
নিষ্পাপ শিশুদের দিয়ে করে রোজগার
শিশুদের জীবন কাটে দুঃখে, তাতেও নেই লাজ।
পিতৃমাতৃহীন পথের অসহায় শিশুরা
দুবেলা দুমুঠো অন্য নাহি পায়,
আঁধারের বুকে অশ্রু ঝরিয়ে ওরা
ডাস্টবিনের খাবার খুঁটে খুঁটে খায়।
অত্যাচারিত গৃহবধূ রাতের আঁধারে
চোখের জল ফেলে করে আর্তনাদ,
পনের চাহিদা মেটাতে না পারায়
নিষ্পাপ জীবনটা হয় তার বরবাদ।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি:-
আমি শিবানী সাহা। আমি একজন সাধারণ গৃহবধূ। সংসারের দায়-দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে কবিতা লিখি। কবিতা লিখতে ও পড়তে আমার খুব ভালো লাগে। আমার কবিতা পড়ে যদি কারো ভালো লাগে। তাহলে তা আমার পরম প্রাপ্তি। আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রেরণা।