নারীর আর্তনাদ
-পুষ্পিকা সমাদ্দার
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
ঐ যে নারীর আর্তনাদ শোনা যায়না,
তারা গোপনে কেবল কাঁদে,
পুরুষের হিংস্রতার বলি হয়েছিল
পড়েছিল পুরুষের পাতা ফাঁদে।
এ কেমন জঘন্য খেলা যার তরে
মেয়েদের জীবন হয় ছিন্নভিন্ন,
আজও কী নারীরা স্বাধীন নয়
সমাজের চোখে সে নয় অনন্য?
কেন এতটাই দুর্বল তারা দু-নয়ন
হতে ক্রমশই অশ্রু ঝরে,
মনের অভ্যন্তরে জমাট বাক্যদ্বয়
তারা বলতে সাহস না পারে!
নারী নয় অবহেলিত দিতে
হবে তাকে প্রাপ্য সম্মান,
ধর্ষিতা নারীর জীবন হয়ে যায়
নিজের নিকট ভেঙেচুরে খানখান।
শতচেষ্টা করেও পাল্টাতে অক্ষম
পৈশাচিকদের এই ঘৃণ্য অপরাধ,
নারীর দেহ ভোগ্য বস্তুর ন্যায়,
পেতে হবেই তাকে এ কেমন সাধ?
∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি —:
আমি পুষ্পিকা সমাদ্দার, কলকাতার নাকতলা অঞ্চলে নিবাস। অতিসাধার ও সামান্য গৃহবধূ,সাহিত্য খুব পছন্দের তাই সাহিত্যকে জীবনের আঙ্গীক করে নিয়েছি, বই পড়া গান শোনা সমাজ সেবামূলক কাজ এইসমস্ত গুলো ভীষণ ভালোলাগে তাইতো দৈনন্দিন আর সকল কাজে ফাঁকে এইসমস্তটা করার চেষ্ট করি, চলমান জীবনে সাথে সাথে নানান শব্দদ্বয় একত্রে করে কল্পনা গুলোকে লেখনীর মাধ্যমে কবিতা আকারেরূপ দেবার চেষ্টায় থাকি, আর এই আশা রাখি তা যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে প্রতিনিয়ত।