ভালো সময়
-অন্নপূর্ণা দাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
তুমি বলবে সমাজ, রাজনীতি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ,
আমি বলবো, আগের থেকে ভালো সময়
এই যেমন১০০ বছর অথবা ২০০ বছরের ইতিহাস দেখ…
সমাজ এবং সময় সাম্রাজ্যেরবাদ আর যুদ্ধের শিকার,
নারীদের অবস্থান দেখ, সতীদাহ প্রথা কুসংস্কারের আচলে ঢাকা,
ছোট ছোট বাচ্ছা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছ , তার থেকে কত বছর বয়সে বেশি পুরুষদের সাথে,
আবার কেউ বিধবা হলে নিঃজ্বলা উপোস,
প্রথম বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং স্বাধীনতা আন্দোলনের ডাক, হিন্দু, মুসলিম ভেদাভেদ আরও কতো কী…
তাই খারাপ সময় নয় বলতে পারি অনেকেই এগিয়ে যাওয়া ভালো সময়,
আর চোখের সামনে যা তুমি দেখছো, তা পাল্টে দেওয়ার চাবিকাঠিতো তোমারই হাতে, এই যেমন- ভোট।
একটু একটা কথা ভাবোত তুমি কেন প্রশ্ন কর না?
এই যেমন কি কি ভালো কাজ হয়েছে?
তার হিসেবে চাও।
দেখবে এই ভালো দিক দেখতে গিয়ে অনেক রাজনৈতিক দল ভালো কাজের মন দিয়েছে।
তখন দেখবে কে কত ভালো কাজ করছে তা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে,
কে বলতে পারে নামাবলি তাদের শুদ্ধ করে দেব না!
এই যেমন বাল্মীকির মরা মরা থেকে রামায়ণ রচনা……
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
আমি একজন গৃহবধূ। হাওড়া সালকিয়া থাকি। লেখালেখি করতে ভালোবাসি।