মায়ের জবাব

-ইন্দিরা দত্ত

∞∞∞∞∞∞∞∞∞∞

ছোট্ট খোকা প্রশ্ন করে-” মাগো তুমি বলো,

অদ্ভুত কিছু প্রশ্ন আছে, উত্তর দেবে চলো।

রাত্রে আমরা ঘুমাই কেন দিনের বেলায় জাগি,

ঘুমোতে মোর ইচ্ছা করে পড়াশুনার লাগি।

দিনের বেলায় সূর্যি মামা দিয়ে যে যায় আলো,

রাতের বেলায় তবে কেন আকাশ থাকে কালো?

চাঁদ দেখা যায় ওই আকাশে রাত্রি হলে পরে,

দিনের বেলায় এমন কি কাজ যায় সে কেবল সরে।

আমগুলো সব ঝুলে থাকে ভরে গাছের ডালে,

মাঝি যখন নৌকা চালায় হাওয়া লাগে পালে?

জানতে আমার ইচ্ছা করে কেন এমন সৃষ্টি,

আকাশেতে জল না থেকেও ঝরে পড়ে বৃষ্টি।

কোকিল ডাকে কুহু স্বরে বসন্তের এই কালে,

শালিক পাখির কিচিরমিচির রান্না ঘরের চালে।

বলতে পারো কৃষ্ণচূড়া বাড়ায় কেন শোভা?

আম্রমুকুল গন্ধে আকুল লাগে মনোলোভা?”

খোকার এসব প্রশ্ন শুনে মায়ের জবাব -“সরো,

পড়াশুনা নেই যে তোমার বাজে প্রশ্ন করো।

উত্তম-মধ্যম দেবো এবার পড়তে বসো তুমি,

নইলে এবার পড়বে প্রহার কাঁদবে বসে ভুমি।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

আমি একজন গৃহবধূ। পেশায় গৃহশিক্ষিকা। বাবার নাম- ঈশ্বর শ্রী শ্যামসুন্দর বিশ্বাস মায়ের নাম- বীণাপানি বিশ্বাস, স্বামীর নাম- উৎপল দত্ত এছাড়া গান করা,কবিতা আবৃত্তি,লেখা ও পড়া বাগান করা আমার শখ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*