অনুভূতির শব্দ
-রবীন্দ্রনাথ সাহা
∞∞∞∞∞∞∞∞∞∞∞
স্বপ্ন দেখেই পেয়েছি সুখ,
পেয়েছি সবার হাসি মুখ।
হাসি খুঁজতেই ভাঙে ঘুম
ভাঙে হৃদয় আমি দুম।
একটা বন্ধু আমার চাই,
আমার আপন সত্যি নাই।
সত্যি সব তাকে বলবো,
তাকে পেলেই দুপুরে খেলবো।
স্বপ্ন দেখা ভালো জানি,
ভালো হলেই হবে কানাকানি।
হবে আনন্দ আমার মনে
আমার বন্ধু আছে সর্বক্ষণে।
ভালবাসা একটা অনুভূতির শব্দ,
অনুভূতির আঁচে সবাই জব্দ।
সবাই করে একটু অভিমান,
একটু চায় বাঁচুক আত্মসম্মান।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিত-
নাম > রবীন্দ্রনাথ সাহা পিতা >গৌর চন্দ্র সাহা মাতা > মায়া রাণী সাহা জন্ম খড়গপুর জেলা পশ্চিম মেদিনীপুর পেশা > গৃহ শিক্ষকতা, সাহিত্যের প্রতি ভালোবাসা ছোটো থেকে। কবিতা লিখতে ভীষণ ভালবাসি তাই লিখি।