অভিমানী চোখ
-গৌতম নায়েক
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
একদশের বইগুলোতে পাই তোর হাতের স্পর্শ
হলুদ মলাটের ভাঁজে তোর চুলের গন্ধ হর্ষ জাগায়
অক্ষরগুলো যুক্ত হয়ে আঁকে তোর ছবি,
বড় বড় চোখে তাকিয়ে থাকি।
সাদা পাতায় যত্ন করে লিখি তোর নাম,
মেসেঞ্জারে চেয়ে দেখি
তোর নামের পাশে সবুজ আলোটা জ্বলজ্বল করে,
আমার ইগো বলতে দেয় না কথা।
মনে হয়, ব্লক করে দিই এক্ষুনি
ভুলে যাবো সবটুকু।
পারি না তা,
যদি হ্যালো বা হাই ভেসে ওঠে স্ক্রিনে।
সবুজ আলো দেখেই কাটে কত রাত,
অভিমানী চোখ ফুলে ওঠে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
কবি গৌতম নায়েকের জন্ম ১লা জানুয়ারি, ১৯৭৮ খ্রীঃ বীরভূম জেলার অন্তর্গত উলকুন্ডা গ্রামে। পিতার নাম দেবনাথ নায়েক এবং মাতা মাধবী নায়েক। কবি ইংরেজী বিষয়ে সাম্মানিক স্নাতক এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতক। বিভিন্ন পত্র পত্রিকায় কবির লেখা প্রকাশিত হয়ে থাকে। কবির একক কাব্যগ্রন্থ ‘আলতো ছোঁয়া’ এবং ‘বিদিশার দিশা’। সাহিত্য চর্চা কবির নেশা।