দুর্যোধনের ধর্মরাজ্য

-মানব মিশ্র

≡≡≡≡≡≡≡≡≡≡≡

শ্রীকৃষ্ণের ধর্মরাজ্যের রাজ সিংহাসনে,

অধিষ্ঠিত দেখি আজি রাজা দুর্যোধনে।

বিষ্মিত হইয়া বলে ঋষি বেদব্যাস,

একি ধর্মের সিংহাসনে কেন অধর্মের দাস!

ভগবানে বলিছে প্রভু একি ছলনা !

কি হেতু ব্যার্থ হইল আমার রচনা।

পার্থের হস্তে দেখি স্বার্থের ধ্বজা,

যুধিষ্ঠির কেন তবে সাধারণ প্রজা ?

ভীম নকুল সহদেব ওরা তিনজনে,

আবাস যোজনার গৃহ পাইয়া

আনন্দিত মনে।

অট্টালিকা প্রাসাদ গড়ে ধনঞ্জয় পার্থ,

তাহার ভাণ্ডারে আসিল কেমনে

রাশি রাশি অর্থ ?

ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্মের পুজারী,

তাই কি গৃহহীন রহে অনাহারী ?

কর্নের রথচক্র মেদিনী গ্রাস করে,

আজি দেখি সেই কর্ন প্রাইভেট কারে।

পার্থ কহিছে তারে এসো মোরা ভ্রাতা,

কি হেতু হইল সন্ধি এ কোন সমঝোতা ?

দুঃশাসন করিয়াছিল দ্রৌপদীর মানহানি,

আজি সেই দুঃশাসন দ্রৌপদীরে

শোনায় ধর্মে বানী।

অন্যায় রণে সপ্তরথী বধিয়াছে অভিমন্যুরে,

তবে সপ্তরথীর সনে পার্থ কোন বৈঠক করে ?

দয়া ভিক্ষার সারিতে দাঁড়ায়ে মাতা কুন্তী আজি,

অনুদানের চালের আশায় ভিখারিনী সাজি।

জন্মান্ধ ধৃতরাষ্ট্র অর্থ শক্তির বলে,

ফিরিয়া ফাইল দৃষ্টি তাহার

অপারেশনের ফলে।

ডাক দিয়াছেন শকুনি মামা

মহাজোটের তরে,

লজ্জা ঘৃণায় পিতামহ আত্মহত্যা করে।

লোভ লালসার টেবিলে চলিছে

স্বার্থের বৈঠক,

ঐ বৈঠকে উপস্থিত যত বেইমান প্রতারক।

কাঁদিয়া কহে ব্যাসদেব ওগো ভগবান,

পাপীর পাপ বিনাশিয়া রাখ মোর মান।

মধুর হাসি হাসিয়া ভগবান কহে,

ষোলো কলা না পুরিলে পাপী মর্তে রহে।

কলিতে পাপীর দল ষোলো কলা

পুরাইবে বলে,

উন্মত্ত পতঙ্গের ন্যায় ধাবিত অনলে।

আজি পাপে লিপ্ত হইয়া সবে কলির বরে,

সাজায়ে ধর্ম সিংহাসন দুর্যোধনের তরে।

≡≡≡≡≡≡≡≡≡≡≡

কবি পরিচিতি ঃ—

মানব মিশ্র, পিতা- ঁপ্রশান্ত মিশ্র, মাতা- সরস্বতী দেবী,গ্রাম+পোঃ- জনকা,থানা- খেজুরী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বঙ্গ।৭২১৪৩১

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*