আঁকা আঁখিতে
-কাজী সেলিনা মমতাজ শেলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
আঁকা আঁখিতে দেখেছে পৃথিবী, কত সুন্দর এই রূপ,
সন্ধ্যার প্রকৃতি দেখে, পাখিরাও যেন নীপ শাখে চুপ।
রাতের আলো ছায়ায়, বাতাস বহে নিজের মতো করে,
চিত্ত মাঝে যে বাতাস বহে,আকাশ রেখেছে বক্ষে ধরে।
ফাগুন রাতে পূর্ণিমার চাঁদ আজ আছে যেন তার পাশে,
লুকায়িত এ মেঘ এসেছে আজ যেন গোপনে ছদ্মবেশে।
ফাগুন রাতের স্মৃতির মন, আজ যেন স্বপ্নে রঙিন,
ওগো মেঘ, তুমি এসো না আকাশের যে শুভ দিন।
কত আনন্দ ছন্দধ্বনি তরঙ্গ ফাগুনের ওই আর্শিতে,,
এ ভালোবাসার দীপ্তি,আনন্দ করে আকাশ রাশিতে।
উড়ো পাখি যেন উড়ে যায় কে-বা রাখে তার খোঁজ,
তবু সন্ধ্যা হলে, আপন মনে স্বীয় নীড়ে ফেরে রোজ।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ