নাটের গুরু

-আইউব আলী

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

আড়াল থেকে নাটের গুরু

নাড়ে কলকাঠি,

ইচ্ছে মতোন ছক কষে

সাজায় দাবার গুটি ।

মন্ত্রী দিয়ে রাজার চেক

হানে বারে বারে ,

ঘোড়া হস্তি স্থল সেনারা

তারই হুংকার ছাড়ে ।

ঘরে ঘরে বাছাই করে

আপন দলে টানে ,

ফিস ফিসিয়ে হিংসের বীজ

ছড়ায় কানে কানে ।

নাটের গুরুর বিষ বৃক্ষ

ছড়ায় ডালপালা ,

বইতে নারে সইতে হয়

নীল কষ্টের জ্বালা ।

গৃহ দাহ তৈরি করতে

গুটি যারা তার ,

বুঝে তখন সংসার যবে

ভেঙ্গে ছারখার।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

জন্ম ১নভেম্বর১৯৬৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামে। পিতা শহীদ মুক্তিযোদ্ধা তালেব মাতা হায়াতুন নেছা। ঢাকা বিশ্ব বিদ্যলদয় ব্যবস্থাপনায় মাস্টার্স। পেশা ব্যাংকার। লেখালেখি নেশা শখ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*