ডাক নামে কাঠগোলাপ
-রুদ্র মোঃ হান্নানুল ইসলাম
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
আপনাকে একটা নাম দিতে চাই
বেসরকারি একটা নাম
যেই নামে শুধু আমি এই ডাকব
আর কেউ না।
আচ্ছা কি দিবো বলুন তো
বনলতা,
না না, বনলতা না
সেই নাম জীবনানন্দ দিয়েছিল
নাটরের কোনো এক মায়াবতীকে
যার মায়ায় কবি নিজেই পরেছিলেন
আচ্ছা আপনাকে বকুল নামে ডাকবো
না বকুলও হয়তো কেউ তার প্রিয়তমার নাম রেখেছিল
আমি আপনাকে কাঠগোলাপ বলে ডাকবো
আমার প্রিয় ফুলের নামে
আপনি ফুলের মতোই তো সুন্দর
তাই এক নামে দুটা প্রিয় ফুল।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি-
রুদ্র মোঃ হান্নানুল ইসলাম, স্থায়ী ঠিকানাঃচরপদ্মা,মুলাদী, বরিশাল, বর্তমান ঠিকানাঃমুন্সিগঞ্জ, সদর, পেশাঃ স্টুডেন্ট নার্সিং প্রথম বর্ষ