সুখে রেখো পৃথিবীতে

-মোঃ হাসানুজ্জামান

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কে আছে ধরায় বড়াই করে

টিকে রবে তার সাথে

অতি অহংকার পতনের মূল

একথা সবাই জানে।

ইবলিশ সে তো পরম পূজারী

পরমে ছিল মিশে

সেও তো আজ অভিশপ্ত

মিশে আছে অন্ধকারে।

ফেরাউন ছিল অনেক ক্ষমতাবান

যুদ্ধ ঘোষণা করেছিল তাই

সৃষ্টি করেছিলেন যিনি

তিনি ও না কি তার সমান নয়।

তাই তো সে আজ মমি হয়ে আছে

মিশরের পিরামিডে

অহংকারী মানুষগুলো দেখতে পারে

ইতিহাস পড়ে পড়ে।

কেউ জানে না কার কপালে

কখন কি হয় লেখা

সবাই শুধু স্বার্থের নেশায়

দুনিয়ায় করে চলাফেরা ।

আজকে যারা অহংকার নিয়ে

চলছে দুনিয়ার মাঝে

কালকে তারা কোথায় যাবে

কে বলিতে পারে।

ওগো বিধাতা তোমার লীলা

কে বুঝিতে পারে

কখন তুমি কারে কাদাও

হাসাও আবার তারে।

বুকের মাঝে যন্ত্রণা দাও

হাহাকার জাগাও মনে

সেই হৃদয়েই সুখের অনুভূতি

জাগাও ক্ষণে ক্ষণে।

কেন দিলে তুমি দিন রাত্রি

কেন দিলে আকাশ বাতাস

পাহাড়-পর্বত নদী-সাগর দিলে

দিলে কেন হায় হুতাশ।

জগতের মাঝে যা কিছু দেখি

সবই তো তোমার দান

কেমনে মোরা ভুলে যাবো

এ দেহে থাকলে প্রান।

আমরা শুধু সুখের নেশায়

ঘুরি জগত মাঝে

আমাদেরও যে সুখ পেতে চাই

একথা বোঝাবো কি করে।

তোমার লীলা তুমি বোঝো

দাও না বুঝতে কাউরে

দুনিয়ার বুকে এ কেমন খেলা

খেলেছো আপন মনে।

আজকে আছি কালকে রবো

পরশু যাব চলে

তোমার নিয়মে এসেছিলাম ভবে

যাব তোমার নিয়মে ফিরে।

তবে কেন এই দুনিয়ায়

পাঠালে তুমি প্রভু

যার হৃদয়ে যে বসে রয়

তাকে যেন পাই শুধু।

দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা

সব যেন যায় দূরে

এই কামনা করি মনে

আমরা দুহাত তুলে।

তবুও খোদা শুকরিয়া জানায়

তোমার দরবারে

এই তো আছি বেশ ভালো

আছি তো ধরায় বেঁচে।

আমরা যতই থাকি কষ্টে

দুঃখ পুষে বুকে

সবাইকে তুমি ভালো রেখো

সুখে রেখো পৃথিবীতে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতিঃ

নামঃ হাসানুজ্জামান, পেশাঃ প্রভাষক (ভূগোল ও পরিবেশ), গ্রামঃ রাধাকান্ত পুর, পোঃ বেরিলা বাড়ি, থানাঃ লাল পুর, জেলাঃ নাটোর রাজশাহী – বাংলাদেশ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*